আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রেল লাইনের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ

নারায়ণগঞ্জ জেলা  পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে শহরের রেললাইনের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (১৬ জুন) সকালে সদর মডেল থানা পুলিশ এক নম্বর রেলগেট থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উক্ত এলাকার রেল লাইনের দুই পাশে গড়ে উঠা ঝুকিপূর্ণ অস্থায়ী দোকান উচ্ছেদ করেন পুলিশ সদস্যরা।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। শহরের ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, হকার বসার জন্য নয়। এ কারণে, ফুটপাত ও রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।