সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি বাড়িতে ডাকাতি করা হয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
১৫ জুন শনিবার ভোরে উপজেলার ভিটিকান্দি গ্রামে মঞ্জুর হোসেন ও ফারুকের বাড়ির বাড়িতে ওই ডাকাতি সংঘঠিত হয়।
এব্যাপারে সোনারগাঁও থানার (ওসি) মনিরুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।
স্থানীয়রা জানান, ভোরে বাড়ি প্রধান ফটকের তালা ভেঙ্গে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের ভেতরে থাকা আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। একই সময় পাশের ফারুক মিয়ার বাড়িতেও একই কায়দায় ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।