সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের ঘোষনা অনুযায়ী নগরীর প্রাণ কেন্দ্র বঙ্গবন্ধু সড়কের দুই ধারের ফুটপাতে হকার মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের সদস্যরা।
শনিবার (১৫জুন) সকাল থেকে বঙ্গবন্ধু সড়কে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।
পবিত্র রমজান মাসে মানবিক দিক বিবেচান করে বঙ্গবন্ধু সড়ক সহ নগরির আশপাশ এলাকার ফুটপাতে হকারদে বসতে দেওয়া হয় এবং সেই সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন পবিত্র ঈদের পরপরই বঙ্গবন্ধু সড়কের সহ অন্যান্য সড়কের ফুটপাত দখল করে রাখা হকারদে উচ্ছেদ করা হবে। নগরির সাধারণ মানুষ অত্যন্ত শৃঙ্খলভাবে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই ফুটপাত হকার মুক্ত করা হবে এমনটাই মনে করেন জেলা পুলিশ সহ নগরীর সচেতন নাগরিক।
উচ্ছেদ অভিযান শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের আহ্বানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজান মাসে আমরা বলে ছিলাম নারায়ণগঞ্জের মানুষদের সুবিদার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে পবিত্র ঈদ-উল ফিতরের সকল পুলিশ সদস্যদের ঈদ ছুটি বাতিল করা হবে। ঈদের দিন সহ ঈদ পরিবর্তী সময়ে নগরীর শৃঙ্খলার দায়িত্বে পুলিশ প্রশাসন সদা প্রস্তুত থাকবে। পবিত্র রমজান মাসে রোজাদার মুসল্লিরা যাতে নিজ নিজ গন্তব্যে গিয়ে ইফতার করতে পারে তার জন্য আমরা কাজ করবো। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে যে সকল কার্মকান্ডের কথা বলেছিলাম তার আমরা বাস্তবায়ন করেছি। আর এতে ব্যাপক ভাবে সহযোগিতা করেছে নারায়ণগঞ্জের প্রিয় সাংবাদিক ভাইয়েরা।
পুলিশ সুপার হারুন অর রশীদ আরো বলেন, চাষাড়া থেকে ২নং রেল গেইট, ডিআইডি ও নিতাইগঞ্জ পায়ে হেটে যেতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। অপর দিকে ঠিক একই গন্তব্যে রিক্সাযোগে যেতে সময় লাগে ৩০ মিনিটের মতো। বঙ্গবন্ধু সড়কের দুই ধারের ফুটপাত যদি হকার মুক্ত থাকে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ পায় হেটে তাঁদের নিজ নিজ গন্তব্যে অল্প সময়ের মধ্যে পৌছাতে পারবে। আমরা গরীব সাধারণ হকারদের বিরুদ্ধে নই। হকারদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বঙ্গবন্ধু সড়কের দুই ধারের ফুটপাত ব্যতিত নির্দিষ্ট একটি স্থানে বসেন। যারা হকারদের পক্ষে কথা বলবেন তাঁদের কাছে অনুরোধ আপনারা হকারদের বসার জন্য নির্ধারিত একটি স্থান করে দিন।
অপর দিকে বঙ্গবন্ধু সড়কের দুই ধারের ফুটপাতে জেলা পুলিশের উচ্ছেদের বিষয়টি নিয়ে মহা বিপাকে রয়েছে নারায়ণগঞ্জ হকার্স লীগের নেতৃবৃন্দরা। একটি সূত্রের মধ্যমে জানা যায়, ফুটপাতে যাতে হকাররা নির্ভিগ্নে বসতে পারে সেই বিষয়ে তদবির শুরু করে দিয়েছেন অনেক হকার্স নেতারা।
জেলা পুলিশের কার্যকরি এই সিদ্ধানের প্রেক্ষিতে নগরীর সচেতন নাগরিকরা পুলিশ সুপার হারুন অর রশীদকে সাধুবাদ জানিয়ে এই প্রতিবেদককে বলেন, নারায়ণগঞ্জে এখন যেটা হচ্ছে এমনটা পূর্বে কখনোই হয়নি। বর্তমানের নারায়ণগঞ্জের চিরচেনা সেই রূপটাকেই বদলে দিচ্ছেন পুলিশ সুপার হারুন অর রশীদ। সচেতন মহল আশা ব্যক্ত করে বলেন এমন পুলিশ সুপার যেন আগামীতেও নারায়ণগঞ্জে আসেন এবং পুলিশ সুপর হারুন অর রশীদের এই ধারাবাহিকতা যেন বজায় রাখেন।