আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পলিথিনে হুমকির মুখে নারায়ণগঞ্জ

সংবাদচর্চা রিপোর্ট :
নিষিদ্ধ পলিথিনে পরিবেশের জন্য হুমকির মুখে নারায়ণগঞ্জ। শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডসহ বিভিন্ন সড়ক গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিনের কারণে ড্রেনের মুখ আটকে যাচ্ছে ।এতে করে বিভিন্ন স্থানে হচ্ছে জলাবদ্ধতা হচ্ছে। খানিক বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে শহরের মূল সড়কগুলো। আসছে বর্ষা মৌসুমে পলিথিন জলাবদ্ধতার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন নগরবাসী।

জানা গেছে, শুধু হকার না পুরো শহরের প্রতিটি দোকানে ও কাঁচা বাজারগুলোতে দেদারসে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। প্রশাসনের কোন উদ্যোগ না থাকায় বিনা বাধায় চলছে পলিথিনের ব্যবহার। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে সর্বোচ্চ ব্যবহার হয়েছে নিষিদ্ধ পলিথিন।

ইতিপূর্বে এক অনুষ্ঠানে পলিথিনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেছেন, বঙ্গবন্ধু সড়ক আমাদের শহরের একটি মাত্র সড়ক যেখানে হকাররা বসে। রাতের বেলায় তারা যখন চলে যায় তখন রাস্তা প্রচুর পরিমাণ পলিথিন পড়ে থাকে। যদি কখনো সুযোগ হয় রাত ১০টায় শহরে বের হয়ে দেখবেন পলিথিনের শহর, পলিথিনের নগরী।’ তবে এ বিষয়ে মেয়র আইভী ক্ষোভ প্রকাশ করলেও সিটি কর্পোরেশনকে কোন কার্যকরী উদ্যোগ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নয়নের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে আমি নারায়ণগঞ্জে নেই। একটি মিটিং বাহিরে আছি।