আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশীপুরে মানুষের দুর্ভোগ কমাতে যুবলীগ নেতার ড্রেন নিমার্ণ

সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লা থানাধীন কাশীপুরে সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে সরকারি অনুদান ছাড়াই নিজ উদ্যোগে ড্রেন নির্মাণ করেছেন কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলম। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে আনুষ্ঠানিক ভাবে ড্রেনটি উদ্বোধন করা হয়।

উত্তর কাশীপুর দি খান মার্কেটের পিঠনে ৩শ ফুট দীর্ঘ এই ড্রেনটি নিমার্ণ করায় কয়েকশ পরিবার পানি বন্দি থেকে মুক্তি পাবে। এর আগে শাহীন আলমের উদ্যোগে ৪শ ফুট দীর্ঘ আরো একটি ড্রেন নিমার্ণ করা হয়েছিল।

জানাগেছে, উত্তর কাশীপুরের দি খান মার্কেটের পিঠনে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই চরম দূর্ভোগের মধ্যে বসবাস করে আসছিল স্থানীয়রা। পরবর্তিতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলম।

এ ব্যাপারে শাহীন আলম জানান, রাজনীতি করি মানুষের সেবা করার উদ্দেশ্যে। যদি সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে এগিয়ে না আসি তাহলে রাজনীতি করে কি লাভ? সাংসদ শামীম ওসমানের রাজনৈতিক ক্ষুদ্র এক কর্মী হিসেবে সব সময়ই সাধারণ মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করি। এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল ভাইয়ের দিক-নির্দেশনা অনুযায়ী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।