আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভাতিজার হাতে চাচা খুন

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় আপন ভাতিজার কোদালের আঘাতে খুন হয়ে চাচা সোনা মিয়া মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় সোমবার রাত সাড়ে ৮টায় ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই রাতে অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার সাতগ্রাম ওই গ্রামের এমদাদুলের ছেলে আমিনুলের সাখে তার চাচাতো ভাই লেহাজউদ্দিনের স্ত্রীর ঝগড়া হয়। ঐ সময় চাচা সোনা মিয়া এগিয়ে এসে আমিনুলকে ধমক দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুল চাচা সোনা মিয়াকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। সোনা মিয়া রক্তাক্ত আহত হয়ে মাটিতে পড়ে গেলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘাতক আমিনুলকে গ্রেফতার করেছে এবং লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারী আমিনুলের বিরুদ্ধে মামলা হয়েছে।