আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ বাস টার্মিনাল’ ঘাটে চরম দুর্ভোগ

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ বাস টার্মিনাল ঘাট এখন ঘাট নয় যেন দুর্ভোগের কারখানা। বন্ধন, উৎসব, বন্ধু ও আনন্দ বাসের দখলে ১নং রেল গেইট এলাকায় অবস্থিত বাস টার্মিনালটি। চালক থেকে শুরু করে হেলপার ও মালিকদের দায়িত্ব অবহেলার কারনে প্রতিনিয়ত দীর্ঘ যানজট সহ অসহনীয় যন্ত্রনা সম্মুখিন হতে হচ্ছে সাধারণ মানুষদের। দিগুবাবুর বাজার থেকে শুরু করে ফলপট্টি মোড় পর্যন্ত দখল রাখে বন্ধন বাস, ফলপট্টি বরাবর নারায়ণগঞ্জ সদর মডেল থানার প্রবেশ পথের সামনের সড়কটিতে রয়েছ বন্ধু পরিবহণ এবং নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট ও বন্ধর খেয়াটের প্রবেশ পথ সম্পূর্ণ বন্ধ করে রাখছে আনন্দ পরিবহণ। এসকল পরিবহনের অবৈধ দখলবাজির কারনে এই রুটে চলাচলরত সাধারণ পথচারী থেকে শুরু করে অন্যান্য যানবাহনগুলোকে পরতে হচ্ছে ব্যাপক দুর্ভোগে।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, যে সময়গুলোতে ঢাকা টু নারায়ণগঞ্জগামী ট্রেন আসছে ঠিক সেই মুহুর্তগুলোতে যে যানজট সৃষ্টি হচ্ছে তা দিন ভর থেকে যায়। লক্ষনিয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় ট্রাফিক পুলিশর উপস্থিত ঠিক ততোটা চোখে পরে না বলে একাধিক পথচারী অভিযোগ করেন।

প্রাইভেট কার চালক আমিন বলেন, বাস চালকরা ইচ্ছা করে যানযট সৃষ্টি করে এই এলাকায়। তারা সড়ক দখল করে রাখে তাই ছোট ছোট যানবাহন গুলো যেতে পারে না।

রিক্সা চালক বাবু মিয়া বলেন, ৫ মিনিটের সড়ক পাড় হতে ৩০ মিনিট লেগে যায়। বাস চালকরা দেখছে যে তারা যানজট সৃষ্টি করছে কিন্তু না দেখার বান ধরে গাড়ি থেকে নেমে চলে যায়।

হোন্ডা চালক বিল্লাল মিয়া বলেন, ১ নং রেল গেইট দিয়ে ট্রেন চলাচলের সময় এই যানজটের কারনে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এর আগে একটি ট্রাক ভেঙ্গে পরেছিল এখানে। অল্পের জন্য মানুষ বেচে গেছে।

নগরবাসির দাবি দ্রুত এই সম্যসার সমাধান কর্তৃপক্ষ না করলে সামনে আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই কর্তৃপক্ষের উচিৎ এই যানজট নিরশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা। এছড়া ইদে ঘর মুখো মানুষ গুলো পড়ছে চরম দুভোর্গে। তারা সময় মত গাড়ি পাচ্ছে না।