আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এসপির নির্দেশে বন্দরে গণধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা  পুলিশ সুপার হারুন অর রশীদের তাৎক্ষণিক দিকনির্দেশনা ও তদারকিতে গুরুত্বপূর্ণ গণধর্ষণ মামলার আসামীদেরকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার।

গতকাল রাত ৯.৩০ ঘটিকায় বন্দর থানাধীন সাবদীর আইজতলা এলাকায় ২ জন যুবতী {সুমাইয়া(১৮) ও পান্না (২০) }তাহাদের দুই জন ছেলে বন্ধু নিয়ে ঘুরতে গেলে, সেখানে ৮ জন দুস্কৃতিকারী  উচ্ছৃঙ্খল যুবক উক্ত মেয়েদের দুই জন ছেলে বন্ধুদ্বয় কে তাড়াইয়া উক্ত যুবতীদ্বয় কে পার্শ্ববর্তী বিলের মাঝখানে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষন করে । পরবর্তীতে যুবতীদ্বয় এর ডাক চিৎকারে ও তাদের ছেলে বন্ধুদের সহায়তায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল আলম জুয়েল ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে উপস্থিত হয়ে যুবতীদ্বয়কে উদ্ধার করে এবং ঘটনাস্থল হতে ০৩ জনকে গ্রেফতার করা হয় ।

এ সংক্রান্তে ভিকটিম সুমাইয়া (১৮) বাদী হয়ে বন্দর থানায় এজাহারনামীয় ০৮ জন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ০১ টি মামলা দায়ের করেছেন। যার মামলা নাম্বার ০৩ তাং- ০২/০৬/২০১৯ ধারা- নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী- ২০০৩) এর ৯(৩)/৩০ ধারা তৎসহ ৩২৩/৩৭৯ পেনাল কোড।

রবিবার (২ জুন) পুলিশ  এজাহারনামীয় ০৫ জন ০১। রায়হান(২৩) ০২। মোহাম্মদ শাহীন(২২) ০৩। মো: সুজন (২০) ০৪। মো: নাজিমুদ্দিন(২৫) ০৫। শাহীন(২৪) ৬। নিজাম দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । এজাহারনামীয় গ্রেফতারকৃত ০৫ জন আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে তারা পালাক্রমে যুবতীদ্বয়কে গণধর্ষন করার কথা স্বীকার করে । অপর ০৬ নং আসামী নিজাম সহায়তা করেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

রবিবার বেলা দুপুরে  এজাহারনামীয় গ্রেফতারকৃত ০৫ জন আসামী ফৌ:কা:বি: ১৬৪ ধারায় দোষ স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো: কাওসার আলীমের আদালতে জবানবন্দী প্রদান করেছে। বিজ্ঞ আদালত জবানবন্দী শেষে সকল আসামীদেরকে জেলা কারাগার নারায়ণগঞ্জ এ প্রেরণ করেন।