আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এক যুগেও সংস্কার নেই ভূইগড়-মামুদপুরের সংযুক্ত সড়কটির

সংবাদচর্চা রিপোর্টঃ

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভূইগড়-মামুদপুরের সংযুক্ত সড়কটির দীর্ঘ ১ যুগের উর্ধ্বে সংস্কার করা হচ্ছে না। এমনকি এই এলাকার অধিকাংশ লোকদের মতামত কোন দিন এই রাস্তাটি সংস্কার হতে দেখে নি তারা। মামুদপুর মোজাফফর মেম্বারের বাড়ির মোড় থেকে পূর্ব দিক থেকে দক্ষিনে হাকিমাবাদ, রূপায়ন ছোট ব্রিজ ও উত্তরে করিম মার্কেট পর্যন্ত প্রায় অর্ধেক মাইল পরিমানের রাস্তাটির কোন সংস্কার হচ্ছেনা।

এর ফলে ভোগান্তি পোহাচ্ছে ভূইগড়-মামুদপুর এলাকার অসংখ্য সাধারণ মানুষেরা। রাস্তাটির অধিকাংশ স্থান কাঁচা মাটির একটু বৃষ্টি হলেই জমে যায় হাটুঁ পানি ও কাঁদায় পা ডেবে যায়। নেই কোন কার্পেটিং সেই সাথে গর্ত আর খানাখন্দ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় এই রাস্তাটি দিয়ে যাতায়াতকারী স্কুল,মাদ্রাসা ও অফিসগামী অসংখ্য মানুষের।রিক্সা দিয়ে এই রাস্তায় চলাচল অসম্ভব,তাই অধিকাংশ মানুষ পায়ে হেটে এই রাস্তা দিয়ে চলাচল করে। বেশ কয়েকবছর যাবৎ সংস্কারের দাবি জানিয়ে আসছে ওই এলাকাবাসী। তবে, কর্তৃপক্ষের ব্যর্থতায় দীর্ঘদিন যাবৎ রাস্তাটির সংস্কার হচ্ছে না।

শনিবার (১লা জুন) সরেজমিনে ঘুরে দেখা যায়, পার্শ্ববর্তী আধুনিক রূপায়ন শহরের উন্নত এরিয়ায় পাশেই মাটির রাস্তার গ্রাম,ভাঙ্গা রাস্তা, গর্ত আর খানাখন্দে ভরপুর। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রাস্তাটির সংস্কারের দাবি জানানো হচ্ছে, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কর্মজীবি মানুষ, সরকারি চাকুরীজীবি সহ হাজারো মানুষের পদচারণার মুখর থাকে এই এলাকার রাস্তা। সড়কটির এমন বেহাল দশা হওয়ায় কোন মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে না। অনেক দিন যাবৎ এই রাস্তার সংস্কার করা হয়না। যার ফলে দীর্ঘদিন ধরে ভুগছে এলাকাবাসী। তাদের দাবী, অতি শীঘ্রই যেন এই রাস্তাটির সংস্কারের বিষয়ে একটু দৃষ্টি দেয় কর্তৃপক্ষ।

মামুদপুর এলাকার শিক্ষার্থী শরাফত হোসেন (২৪) বলেন, আমি জন্মের পর মনে হয় এই রাস্তাটির সংস্কারের কাজ করতে দেখেনি। তবে, ৫-৬ বছর আগে এই রাস্তাটির ড্রেনের কাজ করা হয় পাইপ দিয়ে। যা ৫ মাসও টিকে থাকতে দেখা যায়ানি, এই ড্রেনের পাইপ ভেঙ্গে রাস্তাটির অবস্থা আরো নাজুক হয়েছে। এই ভাঙ্গা মাটির রাস্তার কারনে আমাদের চলাচল করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। মামুদপুর বা ভূইগড় বাস স্ট্যান্ড যেতে হইলে আমাদের পায়ে হেটে যেতে হয়।

ভূইগড়ের এক ব্যবসায়ী জামাল হোসেন জানান , অনেক দিন ধরেই আমাদের সাথে সংযুক্ত এলাকা মামুদপর-ভূইগড়ের এই রাস্তাটির বেহাল দশা। এর আগে কয়েকবার জানানো হয়েছে,কিন্তু তেমন কোন হস্তক্ষেপ গ্রহণ করেনি কেউ। সংশি¬ষ্ট কৃর্তপক্ষ যদি দৃষ্টি না দেয় সেক্ষেত্রে আর কি করার? এলাকাতে একাধিক জনপ্রতিনিধি থাকা স্বতেও তাদের কার্যকরী কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। শামীম ওসমানের কাছে দাবি জানাচ্ছি এই রাস্তাগুলো সংস্কার করার জন্য।

এই ব্যাপারে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু দৈনিক সংবাদচর্চাকে মুঠোফোনে জানান, রাস্তাটির ব্যাপারে আমি অবগত নই। তবে আমাদের ইউনিয়নের প্রত্যেকটি উন্নয়ন সমস্যা যেহেতু আছে আগে হোক পরে হোক সংস্কারের কাজ করা হবে। এই খানকার সার্বিক উন্নয়নের দায়িত্ব একে.এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) এমপির আমি উনার সহযোগী, কোন উন্নয়নের ব্যাপারে জানতে হলে উনার সাথে যোগাযোগ করে জেনে নিবেন। উন্নয়নের ব্যাপারে উনার প্লান অনুসারে আমি কাজ করি উনি আমাকে আগে জানায় কোথায় কাজ করতে হবে।