তুহিন মোল্লা,রূপগঞ্জ প্রতিনিধিঃ ”পয়ঃবর্জ্যে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় স্যানিটেশন দিবস পালিত হয়েছে। তারাব পৌরসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে র্যালী শেষে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র হাসিনা গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড, এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, অধ্যক্ষ মনজুরুল আলম, রুহুল আমিন কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, আসমা বেগম, জোসনা বেগম সহ আরো অনেকে।