আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গার্মেন্টকর্মীকে গণধর্ষণের ঘটনায় তিন লম্পট গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে গার্মেন্টকর্মী গণধর্ষণের ঘটনায় তিন লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ, গত ২৭ মে রাতে ঐ তরুণী ধর্ষণের শিকার হয়। গ্রেফতারকৃতরা হলেন তারাব হাটিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নাঈম, একই এলাকার আব্দুল বারেকের ছেলে বাদশা মিয়া ও সোনারগাঁয়ের লাদুরচর এলাকার দেলোয়ারের ছেলে হাবিবুর রহমান। বর্তমানে তারা হাটিপাড়া এলাকার কামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, গত ২৭ মে সন্ধ্যায় তারাব পৌরসভার আবদুল্লাহ স্পিনিং মিলের শ্রমিক (১৬) কারখানা থেকে হাটিপাড়া এলাকার বাসায় ফেরার পথে নাঈম হোসেন, বাদশা মিয়া ও হাবিবুর রহমান তার পথরোধ করে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। ধর্ষিতার গোঙানির শব্দ পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঐ তিন লম্পটকে গ্রেফতার করে।