আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে সোনারগায়ের মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

কুমিল্লা সদর উপজেলার বোয়ারা বাজার সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউলচর গ্রামের বকুল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৩) ওয়ালি উল্লার ছেলে। মঙ্গলবার (২৮ মে) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার সদর দক্ষিণ উপজেলাধীন বৌয়ারা বাজার সংলগ্ন মান্দারী কবরস্থান এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করে। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে বকুলসহ দুই মাদক ব্যবসায়ী গুলিবিব্ধ  হয়।

১০ বিজিবির সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান জানান, উভয়ের কাছ থেকে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।