আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঠদানের অনুমতি পেলো না.গঞ্জের ৩ শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ৩টি প্রতিষ্ঠানকে পাঠদানে অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানের সুপারিশক্রমে এসব কলেজের পাঠদানে অনুমতি প্রদানে সম্মতি দেয়া হয়েছে। তবে  এমপিও না দেয়ার শর্তে ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ের ১টি প্রতিষ্ঠানকে ও মাধ্যমিক পর্যায়ের ২টি প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমিত দেয়া হয়েছে।

নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানটি হলো রূপগঞ্জ মোস্তফা একাডেমী। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ২টি প্রতিষ্ঠান হলো সদর উপজেলার সফর আলী ভূইয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও বন্দরের নাজিমুদ্দিন ফকির চাঁন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি কলেজের স্বঅর্থায়নে পরিচালিত করার শর্তে প্রতিষ্ঠানগুলোকে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে।