আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তি পেলেন ডিস বাবু

সংবাদচর্চা রিপোর্ট : দীর্ঘ দিন কারাভোগের পর অবশেষে চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ ৮টি মামলায় জামিনে মুক্তি পেলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে সদর মডেল থানার একটি চাঁদাবাজি মামলায় ডিসবাবুর আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সদর থানা মামলা নং-৪৯/৫/১৯। এছাড়াও এর আগে তিনি ৭ টি মামলায় জামিন পেয়েছিলেন।
জামিনের সত্যতা নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মো.হাবিবুর রহমান বলেন তার বিরুদ্ধে দায়ের করা ৮ টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বন্দরের ফরাজিকান্দা এলাকার ডিস ব্যবসায়ী হাসানের কাছ থেকে দশ লাখ টাকার চাঁদা দাবি করেন ডিস বাবু। চাঁদাবাজির অভিযোগ এনে হাসান ডিসবাবুর বিরুদ্ধে বন্দর থানায় একটি চাদাঁবাজি মামলা দায়ের করে। ওইদিন দুপুর আড়াইটায় সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে ডিসবাবুকে গ্রপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর গত ২১ এপ্রিল মাসদাইর এলাকার সফিকুল ইসলাম কুসুম ও পশ্চিম দেওভোগ এলাকার মোক্তার হোসেন চাঁদাবাজির অভিযোগ এনে ডিসবাবুর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এছাড়াও গত ২৮ এপ্রিল অপহরণসহ চাঁদাবাজির অভিযোগ তুলে ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বারেক মিয়া ডিসবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এছাড়া ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে মাওরা বাবু ওরফে ডিসবাবুর নামে ডাকাতির মামলায় সম্পূরক চার্জশীট গ্রহণ করে তাকে গ্রেপ্তার দেখিয়ে সিডব্লিউ প্রেরণ করে সদর মডেল থানা পুলিশ। ইতি মধ্যেই ডিসবাবুর বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলায় জামিন থাকায় আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন ডিসবাবু।