আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খুনি নূর হোসেনের স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের  আলোচিত সাত খুন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ মে) এই অনুমোদন দেয় দুদক।

২০১৬ সালের ১ আগস্ট রাজধানীর রমনার থানায় এ ব্যাপারে মামলা হয়। মামলার বাদী দুদক উপপরিচালক মো. জুলফিকার আলী। তদন্তকারী কর্মকর্তা হলেন মো. দুদক সহকারি পরিচালক শফি উল্লাহ।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, চার্জশিটে রোমার বিরুদ্ধে ৫ কোটি ৪৩ লাখ ২২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।