আড়াইহাজারে পরিত্যক্ত একটি ছাপাখানা ভাঙ্গার সময় দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম রিফাত (৩০)।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক মাসুস শেখ এ তথ্য জানান। তিনি আরও জানান, সোমবার (২০ মে) বেলা ১১টার সময় উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, এলাকার শাখাওয়াত হোসেন সাকু নামে এক ব্যক্তির পরিত্যক্ত ছাপাখানার টিনসেট দালালটি এলাকার আব্দুল কুদ্দুছ নামে এক ব্যক্তির নিকট বিক্রি করে দেয়। সেই পরিত্যক্ত ছাপাখানাটি গত তিন দিন যাবৎ রিফাত (৩০) ও সফিকুল(৫০) নামে দুই শ্রমিক ভাঙ্গার কাজ করতে ছিল। সোমবার (২০ মে) ঘটনার দিন রিফাত দেয়াল ভাঙ্গার সময় হঠাৎ কংক্রিটের বিম সহ বড় একটি দেয়াল তার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই রিফাত মারা যান। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় দেয়ালের নিচ থেকে রিফতের মৃত দেহ উদ্ধার করে। নিহত রিফাত নরসিংদী জেলার মাধবদী থানার দস্তরদী এলাকার শ্যাম চরনের ছেলে বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিফাত কিছু দিন আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানান গেছে। তার পূর্বের নাম হলো নিবাস।