নিজস্ব প্রতিবেদক: ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো বন্দর থানার বুরুন্দী এলাকার মৃত মনসুর আলী মিয়ার ছেলে চিহিৃত প্রতারক জাকির হাজী (৪৫), একই থানার সালেহনগর এলাকার এজাজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মেরাজ (২০) ও একই এলাকার মৃত রফউদ্দিন ওরফে বুইদ্ধা মিয়ার ছেলে জসিমকে (৩৪) গ্রেপ্তার করে। ধৃত ৩ আসামীকে পৃথক ওয়ারেন্টে সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।