আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

আড়াইহাজার প্রতিনিধি:
প্রশাসনিক কারনে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ (পিপিএম বার) এর নির্দেশে আড়াইহাজার থানা থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ওসি আক্তার হোসেন পরিবর্তে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলামকে  ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, ওসি আক্তার হোসেন যোগদানের পর থেকে আড়াইহাজার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে হামলাকারীদের গ্রেফতার পর ছেড়ে দেয়া, মাদক কারবারীদের সাথে সখ্যতাসহ বিভিন্ন কারণে এলাকায় পুলিশের ইমেজ সংকট দেখা দিয়েছে।