নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাঙালির বিশ্ববিখ্যাত জামদানি শাড়ির ব্যান্ড বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি যেখানে জামদানি শাড়ি পড়ে যান । বিদেশ সফরেও জামদানি শাড়ি পড়ে যান। সুতরাং জামদানি শাড়ি পিছিয়ে থাকতে পারে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জামদানি শাড়িকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।
বৃহষ্পতিবার (১৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় বিসিক আয়োজিত জামদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী কে উদ্দেশ করে গোলাম দস্তগীর গাজী বলেন, জামদানি শাড়ির শ্রমিকরা বিক্রয় কেন্দ্রের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছে না। রূপগঞ্জে সোনারগায়ে জামদানি শিল্পনগরী গড়ে উঠেছে। কিন্তু সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। অনেক সময় ক্রেতারা পন্য না কিনে ফিরে যান । বিদেশ থেকে অনেক পর্যটক আসে সেখানে । রূপগঞ্জে যদি জামদানি পল্লীর পাশে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে জামদানি শাড়ি হারানো গৌরব ফিরে পাবে। গোলাম দস্তগীর গাজীর বক্তব্য কে সমর্থন করেছেন শিল্পমন্ত্রী ।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, শিল্পনগরীর মাধ্যমে বেকার সমস্যা দূর হয়। সারা দেশে শিল্প মন্ত্রণালয় ও পাট শিল্পের যত খালি জায়গা পড়ে আছে সেখানে শিল্পনগরী গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান , এনডিসি সচিব আবু হেনা মোস্তফা কামাল, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান প্রমুখ।