আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ সভাপতির আপত্তির ছবি ভাইরাল

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বান্ধবীর সাথে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আর শোভনের এ ছবি ভাইরালের পর থেকে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছে শোভব বিবাহিত হয়ে কিভাবে ছাত্রলীগের সভাপতি হয়। সকল সমালোচনার জবাব দিয়েছেন শোভন ।

গত বুধবার রাত ১২টার দিকে ধানমন্ডির বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, আমার কি কোন বান্ধবী থাকতে পারে না? ওই মেয়েটা আমার বান্ধবী। তবে এর বেশি কিছু আমি বলবো না।