বীর সেনাপতি লাগছে ভালো তুমি যে নারায়ণগঞ্জের আলো,
স্নেহ সম্মানে সুন্দর তব উক্তি তাইতো করি মোরা তোমায় ভক্তি।
তুমি দেশ জাতীর উজ্জ্বল নক্ষত্র দেশপ্রেমেই তব সকল কর্মের সূত্র,
পিতামাতার আদর্শের খাটি পুত্র আসিবে রহমতের ছায়া দূর হবে রুদ্র।
দেশপ্রেমে মানব সেবায় তুমি চেতনা সেবা কল্যাণে তোমার হামেশা আরাধনা ,
অন্যায়ের বিরুদ্ধেই দাও দিকনির্দেশনা তুমি স্পন্দন তুমি আনন্দময় পথ সূচনা।