আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের শ্রমিকরা  ঈদের আগেই বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নেমেছে । মঙ্গলবার ( ১৪ মে)  সকাল সাড়ে ১১টার দিকে শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের কয়েক শ’ শ্রমিক দীর্ঘদিনের পাওনা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। ফলে এ রুটে ঢাকার সাথে নারায়ণগঞ্জের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। পরে ফতুল্লা মডেল থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের পরির্দশক (ওসি) আসলাম হোসেন জানান, বেতন-বোনাসের দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় অবস্থিত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরুদ্ধ করে প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের কয়েক শ’ শ্রমিক। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।