সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় পুনঃজামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সহ ৩৫ জন বিএনপি নেতাকর্মী । সোমবার (১৩ মে) নারায়াণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন।
এছাড়া জামিন পেয়েছেন রুপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ।
জামিন আবেদনকারী আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, নির্বাচনের পূর্বে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা করা হয়। এই মামলাও তারই একটি। এই মামলায় পুনঃজামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।