আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎপৃষ্টে ইউনূছ আলী (৫৬) নামে ধান মাড়াইয়ের এক মেশিন চালক নিহত হয়েছে। সে স্থানীয় ব্রাহ্মন্দী ইউপি’র নোয়াদ্দা এলাকার ৮নং ওয়ার্ডের মৃত মনসুর আলীর ছেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নোয়াদ্দা এলাকায় একটি বাড়িতে সে ধান মাড়াইয়ের মেশিনে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ (হোগ) লাগিয়ে ধান মাড়াই করতে ছিল। এ সময় হঠ্যাৎ যন্ত্রচালিত এ মেশিনে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ আড়াইহাজার জোনাল অফিসের (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াছমিন বলেন, ধান মাড়াইয়ের মেশিনে অবৈধপন্থায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল।

এ সময় সে বিদ্যুৎতায়িত হয়ে মারা যায়। আরও জানান, এ ছাড়াও একই দিনে অবৈধভাবে হোগ লাগিয়ে ওয়েলডিং মেশিন চালানোর সময় স্থানীয় গাজীপুরা এলাকা থেকে আতাবদ্দীনের ছেলে শফিউদ্দিন ও ঝাউগড়া এলাকা থেকে আজিজুলের ছেলে এমদাদুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।