আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকার ভেজাল জুস জব্দ, কারখানা সিলগালা, আটক ৪

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় সাদিয়া ফুড বেভারেজ এন্ড ক্যামিকেল ইন্ড্রাষ্ট্রিজ নামক নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভেজাল জুস ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। পাশাপাশি কারখানার ম্যানেজারসহ ৪ জনকে আটক করে প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড প্রদান করে, কারখানাটি সিলগালা করে দিয়েছে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।

গতকাল রোববার দুপুর ২ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত একটানা ৪ ঘন্টা ব্যাপী চলে এ অভিযান। সাজাপ্রাপ্তরা হলো, কারখানার ম্যানেজার নাজমুল আলম (৩৫), ক্যামিষ্ট রাজন হোসেন সিকদার (২২), কর্মচারী বিল¬াল হোসেন(২৭) ও এনায়েত হোসেন (৩৪)।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব ১১ এর সিপিসি ১ এর মেজর নাজমুস সাকিব জানান, বিএসটিআই‘র অনুমোদন ছাড়াই জনস্বাস্থ্যের ক্ষতিকারক বিষাক্ত কেমিকেল দিয়ে জনৈক আলমগীর নামে এক লোক দীর্ঘদিন ধরে নকল তাহা ফ্রটু জুস, ক্রাউন ম্যাঙ্গো জুসসহ বিভিন্ন আইটেমের জুস তৈরি করে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে বাজারজাত করে আসছিল।

ওই জুসে মিশ্রিত সোডিয়াম বেনজয়েট ক্যামিকেল মানব দেহের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকারক। তিনি আরো জানান, কারখানা থেকে বাজারজাত করার জন্য বোতলজাতকৃত আনুমানিক ২০ লক্ষাধিক টাকার উদ্ধারকৃত জুস, কারখানার সামনে এলাকাবাসীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেন।