আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইভিএমে বন্দর উপজেলায় ভোটগ্রহণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের  বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইভিএমের  বিষয় টি এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ  স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

আগামী ১৮ জুন বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৯ মে) নির্বাচনের এই তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩১ মে। প্রতীক বরাদ্দেন দিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।