আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই বাড়ি থেকে ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৮ লাট টাকার মাল ডাকাতি করে নিয়েছে। বৃহম্পতিবার রাত ১টায় স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের উজানগুপিন্দী এলাকায় রফিকের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির কেঁচি গেটের তালা ভেঙে ১০ থেকে ১২জনের মুখোশ পরিহিত একদল ডাকাত বাড়িতে ঢুকে। পরে তারা ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে আলমারীর দরজা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ ও অন্যান্য মালামালসহ প্রায় ৮ লাখ টাকার মাল লুটে নেয়। খবর পেয়ে ওসি আক্তার হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল
থেকে ফিরে আড়াইহাজার থানার এসআই আতাউর বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।