সংবাদচর্চা রিপোর্ট:
‘নব্য আওয়ামী লীগার’ তথা দলে ‘অনুপ্রবেশকারী’দের তালিকা তৈরি করছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। আগামী অক্টোবরে হতে যাওয়া জাতীয় কাউন্সিলের আগে ওই তালিকা চূড়ান্ত করা হবে। কেন্দ্রের সাথে সাথে নারায়ণগঞ্জেও অনপ্রবেশকারীদের সনাক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সূত্রে জানা যায়।
ঘটনার বিবরণে প্রকাশ, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৫ এপ্রিল দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে আলোচনা শেষে নব্য আওয়ামীলীগের তালিকা প্রস্তুত করা এবং তাদের তৎপরতার বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করতে বলা হয়েছে। মূলত বিএনপি ও জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদানকারী, চিহ্নিত স্বাধীনতাবিরোধী, অপরাধী এবং সমাজবিরোধী কর্মকান্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। নারায়ণগঞ্জের আওয়ামীলীগরে সাংসদ, মেয়র, জনপ্রতিনিধি সহ আওয়ামীলীগের হেভিওয়েট নেতাকর্মীরা বারংবার নব্য আওয়ামীলীগারদের কাউয়া, অতিথি পাখি আখ্যায়িত করে জোড়ালো বক্তব্য দিয়েছেন। তবে এবার কেন্দ্রীয় নির্দেশে জোড়ালোভাবে মাঠে নেমেছে।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, দলে অবশ্যই বিএনপি জামায়াতের এজেন্টরা রয়েছে। অনুপ্রবেশকারীদের সনাক্ত করা হচ্ছে। তারা এসে পুরোনদের লেঙ্গ মেরে ফেলে দিবে তা হতে পারে না। আমাদের নেতাদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পর্যায়ে কিছু সুযোগসন্ধানী ঢুকে পড়েছে। তাদের আমরা চিহ্নিত করছি। যারা দলের নাম ভাঙিয়ে অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের এ বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছি।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এড. খোকন সাহা মিটিংয়ে আছেন বলে ফোনের সংযোগ বিছিন্ন করেন। পরবর্তিতে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেন নি।
দলীয় সূত্রে জানা যায়, নব্য আওয়ামী লীগারদের কারণে দলের ভেতরে দ্বন্দ্ব, সংঘর্ষের নানা ঘটনা ঘটেছে। কোথাও কোথাও নব্য আওয়ামী লীগারদের হাতে আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে আছে। আধিপত্য, টেন্ডারবাজি, ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে তাঁদের সঙ্গে মূলধারার নেতাকর্মীদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। আবার কেউ কেউ ব্যবসা-বাণিজ্য বা অবস্থান টিকিয়ে রাখতে আওয়ামী লীগে আশ্রয় নিয়েছে।