আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলার মন্ত্রী এমপির সাথে আমার সু সম্পর্ক রয়েছে: এসপি হারুন

প্রেস বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জের মন্ত্রী এমপি সহ সকলের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে।  জেলার সাধারণ মানুষের সেবা করতে চাই। পুলিশ কর্তৃক ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে।

গতকাল নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মহামুদ হাসান কচি এবং সাধারণ সম্পাদক মোঃ এনামূল হক সিদ্দিকী সহ অনেকে।

প্রসঙ্গত  বৃহত্তর ময়মনসিংহ সমিতির(জামালপুর,ময়মনসিংহ,নেত্রকোনা,কিশোরগঞ্জ,শেরপুর,টাঙ্গাইল) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম(বার) কে শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।