সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ৪ জন আহত হয়েছে।
জানা গেছে বুধবার (৮ মে) বেলা ১১টায় হাসপাতালের ভেতরে সিগারেট খেতে না দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত হয় হাসপাতালের ওয়ার্ড মাস্টার শেখ আনসার, মাসুম ভূইয়া, মন্নু লাল সহ চারজন আহত হয়েছে। দুপুরে আহত শেখ আনসার বাদী হয়ে মো. মোহন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ড মাস্টার সহ চারজনকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. মোহন মিয়া নামে যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা নেয়া হচ্ছে। মোহন মিয়া মজিদ খানপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে।