আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাদাঁবাজি মামলায় ডিস বাবুর জামিন নামঞ্জুর

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ বন্দর থানার চাদাঁবাজি মামলায় ডিস বাবুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ মে) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল অশোক কুমার দত্ত এ আদেশ দেন। একই সাথে সদর থানার অপর একটি মামলায় সদর মডেল থানার তদন্তকারী পুলিশ বাবুর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালতের বিচারক কাওসার আলম রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

উল্লেখ্য, ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গত ১৮ এপ্রিল দায়ের করা মামলায় শহরের পাইকপাড়া এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বন্দর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে বন্দর থানা পুলিশ ওইদিন সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে। আদালত ডিশ বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য। তার বিরুদ্ধে প্রভাব বিস্তার করে শহর ও শহরতলীর ডিস ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে। তাকে চাঁদা না দিয়ে কেউ কোথাও ডিস ব্যবসা করতে পারে না। কাউন্সিলর বাবু প্রভাবশালী এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।