সংবাদচর্চা রিপোর্ট :
কথায় আছে রাজার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়! ঠিক তেমনটাই মিললো নারায়ণগঞ্জে। মাদক, সন্ত্রাসে যখন অশান্ত ছিলো পুরো শহর ঠিক তখনই জেলা বাসির জন্য শান্তির দূত হিসাবে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন হারুন অর রশীদ। যিনি গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করে এসেছেন। মাদক-সন্ত্রাস, হত্যা-গুম হিসাবে নারায়ণগঞ্জ টক অব দ্যা কান্ট্রি হিসাবে শিরোনামে থাকলেও যেনো বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত। খোদ জনপ্রতিনিধিরাই নিজেরা নিজেদের সংর্ঘষে জড়িয়ে পরলেও বর্তমান এসপির নিয়ন্ত্রনে শান্ত রয়েছে নারায়ণগঞ্জ।
গত বছর ২ ডিসেম্বর হারুন অর রশীদ নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। যোগদানের পর বেশ কয়েকটি সাড়াশি অভিযান, সরকার দলীয় এমপি, জনপ্রতিনিধিদের আস্থাভাজনদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর পরই আলোচনায় আসেন। বাহবা পেতে থাকেন নারায়ণগঞ্জবাসীর কাছে। স্বস্তি প্রকাশ করেছে জেলা বাসি।
জানা যায়, বিগত দিনগুলাতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সরকার দলীয় নেতাকর্মীদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সেই ঝগড়া বিবাদ থেকে রক্তক্ষয়ী সংর্ঘষও হয়েছে। দলের হাই কমান্ডেও পরিস্থিতি যেখানে শান্ত করতে পারেনি, সেখানে একজন এসপিতেই সব শান্ত হয়েছে।
দেখা গেছে, গত বছর ১৬ জানুয়ারী ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ। দুই পক্ষের প্রায় শতাধিক মানুষ আহত হয়। হামলার সময় তৎকালিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিস্ক্রীয় ভূমিকা পালন করেছেন অভিযোগ করে আইভী তাদের প্রত্যাহারের দাবি জানান।
চলতি বছরের ৩ জানুয়ারী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়। এতেও আহত হয় প্রায় ১০জন। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও আগুন দেয়া হলে, এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের নগর ভবনে দুই কাউন্সিলরের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি নিয়ে পুরো শহরে আলোচনা সৃষ্টি হয়। ৪ ফেব্রুয়ারী দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনের তৃতীয় তলার বারান্দায় ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুকের সঙ্গে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের হাতাহাতির ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা তীব্র বাকবিতন্ডা সহ উচ্চ বাক্য বিনিময়ের পর অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা দুইজনকে শান্ত করে।
গত ১৮ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সাবেক ও বর্তমান দুই কাউন্সিলরের সংঘষের ঘটনা ঘটে। ঐ দিন গভীর রাতে নগরীর নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকায় নাসিক ১৮নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর কবির হোসাইন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না সমর্থ্যকদের মধ্যে সংঘর্ষ ঘটে। তাদের দুজন সহ প্রায় ২২জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। পরে দুইজনের মুচলেকার মাধ্যমে মুক্তি লাভ করে।
৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হাসানের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি ও তার বন্ধু সমুন মাদক সহ র্যাবের হাতে আটক হয়েছিলেন।
২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। তিনি গরু চুরির মামলায় জেল খেটেছেন।
জনপ্রতিনিধিদের এহেন কর্মকান্ডে পুলিশ সুপারের হস্তক্ষেপ পড়লে শেষ রক্ষা হবে না বলেই আতংকে খোদ জনপ্রতিনিধিরা। জনপ্রতিনিধিরা অনেকটাই লেজ সোজা হবার মতোই সোজা হয়েছেন ।