আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষমতা এমনকেই দিতে হবে যাতে অপব্যবহার না করে : লিপি ওসমান

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, পড়ালেখা সহ ভাল কাজে মনোযোগ দিতে হবে। মনের ভিতর বিশ্বাস ও আত্মবোধ থাকতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের বুদ্ধির বিকাশ ঘটানো হয়েছে। আগামীতে দেশ ও জাতির দায়িত্ব নিতে হবে তোমাদের তাই সুশিক্ষিত হতে হবে। মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাবা মায়ের কথা বার্তা মেনে চলতে হবে কারণ তাদের দোয়া ছাড়া উন্নতি করতে পারবেনা। ক্ষমতা এমন লোককে দিতে হবে যিনি অপব্যবহার না করে প্রকৃতভাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। আবারো শেখ হাসিনা ক্ষমতায় এলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা মিলনায়তনে উপজেলা বির্তক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক অফিসার সুরাইয়া আশরাফি, উপজেলা একাডেমিক অফিসার আব্দুল মালেক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মিয়া ফিরোজ মো. খান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি। ১৩টি হাই স্কুল বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিদ্ধিরগঞ্জ সানারপাড় শেখ মোরতোজা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আমলাপাড়া আইডিয়াল স্কুল রানারআপ হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।