আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দুর্ভোগের অপর নাম গাউছিয়া মাছের আড়ৎ

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে দুর্ভোগের অপর নাম গাউছিয়া মাছের আড়ৎ। উপজেলার গোলাকান্দাইল ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বসানো হয়েছে গাউছিয়া মাছের আড়ৎ। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৯ টা পর্যন্ত মাছ বেচা-কেনা চলে। মাছ বেচা-কেনাকে কেন্দ্র করে মানুষের সমাগম ও মহাসড়কের উপরে গাড়ি পার্কিং থাকে ।

এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট সাধারণ মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি। সমস্যা যেন পিছুই ছাড়ছে না। এ যানজটের প্রধান কারণ হচ্ছে গাইছিয়া মাছের আড়ৎ, বিভিন্ন বাস কাউন্টার, মহাড়কে উপরে অবৈধ লেগুনা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, নসিমুন স্ট্যান্ড,অটো স্ট্যান্ড, পিক-আপ স্ট্যান্ড মাইকু স্ট্যান্ড ও যত্রতত্র যাত্রী উঠা-নামার ফলে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে এ যানজট। এতে ঘন্টার পর ঘন্টা আটকা পড়তে হচ্ছে বিভিন্ন জেলার পূর্ণ বাহি ট্রাক ও যাত্রীবাহী বাস-গাড়িগুলো। সোমবার (৬মে) সকাল ৬টায় উপজেলার সংবাদচর্চা পত্রিকার সাংবাদিক বিপ্লব হাসান ভূলতা ও গোলাকান্দাইল মহাসড়কে সরেজমিনে ঘুরে দেখেন,ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া মাছের আড়ৎ ও বিভিন্ন বাস কাউন্টার, মহাসড়কের উপরে অবৈধ লেগুনা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, নসিমন স্ট্যান্ড,অটো স্ট্যান্ড, পিক-আপ স্ট্যান্ড মাইকু স্ট্যান্ড,মহাসড়কের উপরেই বাস খুটি দিয়ে বানানো হয়েছে বিভিন্ন দোকান ও সারি সারি মিনিবাস রাখা আছে।

ভূলতা ও গোলাকান্দাইল মহাসড়ক জুড়েই যত্রতত্র জায়গায় যাত্রী উঠানামার ফলে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। গোলাকান্দাইল চৌরাস্তায় ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী তুলছে বাস চালকরা। এ সময় ট্রাফিক পুলিশ সাংবাদিক দেখে বাস ড্রাইভারদের বাঁধা দেয়ায় বাসের হেলপার ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বলেন, ভাই এটার তো অনুমতি আছে, মান্তি দিয়ে চালাই আপনি নিষেধ করেন কেন? । এ ব্যাপারে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক বলেন,এবিষয়ে আমার কোনো বলার নেই। এটা ট্রাফিক পুলিশ দেখবেন।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রাফিক সংবাদচর্চাকে বলেন, কোনো যানজট নেই। এসপি স্যার বলার পর থেকে যেখানে সেখানে যানবাহনের স্ট্যান্ড নেই। এখন রাস্তার পাশে পার্কিং করে রাখার কথা যদি বলেন,পার্র্কিং হচ্ছে ঠিক আছে। আমরা মামলা জরিমানা করছি। কিন্তু আবারো একই অবস্থা হয়ে যায়।