আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিস্ফোরক মামলায় সাখাওয়াত হোসেন সহ ৩ বিএনপি নেতার জামিন

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করে মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হয়।

২৯ অক্টোবর রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আত্মসমপর্ণ করে তিনজন বিএনপি নেতা। পরে আদালত শুনানী শেষে মামলায় চূড়ান্ত অভিযোগ পত্র দাখিলের সময় পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

সাখাওয়াত হোসেনের পক্ষে মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাজহারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার প্রধান, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম জাকির সহ শতাধিক আইনজীবী আদালতে জামিন আবেদন করেন।

আইনজীবীরা জানান,‘ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আত্মসমপর্ণ করে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেন। পরে আদালত শুনানী শেষে মামলায় চূড়ান্ত অভিযোগ পত্র দাখিলের সময় পর্যন্ত জামিন মঞ্জুর করেন।’

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমপর্ণ করেছি। আদালত আমাকে জামিন দিয়েছে। পুলিশের মিথ্যা মামলা থেকে আদালত আমাকে রেহাই দিবে বিশ্বাস করি।’

প্রসঙ্গত গত ১১ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে পুলিশী বাধা উপক্ষো করে মিছিল করার সময় ৮জন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এতে সাখাওয়াত হোসেন খান সহ ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়।