সংবাদচর্চা রিপোর্ট:
৫ মাসের বকেয়া বেতন পরিশোধ না করলে রমজান মাসেও নারায়ণগঞ্জের রাজপথ অচল করার ঘোষনা দিয়েছেন প্যারাডাইজ কেবলস লি: এর শ্রমিকরা । তারা বলেছেন, আমরা চাই না রমজান মাসে কোন প্রকার অশান্তি সৃষ্টি করতে। কিন্তু আজ আমাদের ঘরে খাবার নেই, আমরা বাধ্য হচ্ছি আন্দোলনে যেতে। আগামী ৭২ঘন্টার মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে রাজপথ অচল করে দেওয়া হবে।
সোমবার (৬ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্যারাডাইজ কেবল্স লি: এর ৫মাসের বকেয়া বেতন, ২বছরের ওভারটাইম, বাৎসরিক ছুটি সহ অন্যান্য পাওনাদি আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময়ে শ্রমিকরা শ্রম অধিদপ্তর আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান উপ-পরিচালককের কার্যালয়ে ঘেড়াও করে। পরবর্তিতে স্মারকলিপি প্রধান করেন।
এ সময়ে শ্রমিক নেতা হুমায়ূন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্সের সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরূল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার, মো রুবেল প্রমুখ।