সংবাদচর্চা রিপোর্টঃ
সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ফেসবুক আইডি হ্যাক করা তিন যুবককে আটক করেছে র্যাব-২। রবিবার (৫ মে) রাত ১০টার দিকে শ্যামলীর আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে বিকাশ থেকে টাকা উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো; সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬) ও রাকিব (২৮)। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।
র্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়। তারা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেসবুক আইডি ব্যাকিং করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়। শেরে-বাংলা নগর থানায় প্রতারণার একটি অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে আরো জানা যায়, আটককৃতরা বিভিন্ন সময় পরিচয় গোপন করে জিনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় ফাঁদ পাতে র্যাবের অভিযানিক দল। পরে রাত ১০টার দিকে হাতে নাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও নগদ টাকা জব্দ করা হয়। আটক তিনজনের সঙ্গে আরও যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের অওতায় আনা হবে।