সংবাদচর্চা রিপোর্ট : নারায়নগঞ্জের চিহিৃত ভূমিদস্যু জাতীয় পার্টির নেতা আল-জয়নালের বিরুদ্ধে রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। একই সাথে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন ও নামঞ্জুর করেন।
সোমবার (৬ মে) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহারের আদালতে এ আদেশ দেন। এর আগে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
আসামী জয়নালের পক্ষে মামলার শুনানীতে অংশ নেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু, এডভোকেট সাখাওয়াত, এডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভুইয়া, এডভোকেট মজিদ খন্দকার, এডভোকেট সরকার হুমায়ূূন কবীর। এছাড়াও আরো অর্ধশতাধিক আইনজীবীরা জয়নালের পক্ষে জোরালো ভাবে আবেদন করেন।
এসময় আসামী পক্ষের আইনজীবী এডভোকেট ভাষানী ভুইয়া দৈনিক সংবাদ চর্চার সাংবাদিক জসিমকে জানান, আল-জয়নালের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত রিমান্ড নামঞ্জুর করেন। এছাড়াও জয়নালের পক্ষে জামিন চেয়ে আইনজীবীরা জোরালো আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।
এসময় এডভোকেট ভাষানী আরো বলেন, মামলার বাদী জুবায়ের একজন ভুমিদস্যু জয়নালের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ৮ টি মামলা চলমান রয়েছে। জয়নালকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার এ কৌশল।
কোর্ট ইন্সেপেক্টর হাবিবুর রহমান রিমান্ড ও জামিনের বিষয়টি নিশ্চিত করে সংবাদচর্চাকে জানান, চাদাঁবাজি মামলায় ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত রিমান্ড নামঞ্জুর করেন একই সাথে আসামী জয়নালের পক্ষে জামিনের আবেদন করলে আদালত জামিন ও নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে ২২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জয়নাল আবেদিন ওরফে আল-জয়নালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ফতুল্লা থানা মামলা নং ৭৮(৪)১৯। সেই মামলায় আল-জয়নালকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কারাগারে থাকা অবস্থায় জয়নালের বিরুদ্ধে জুবায়ের নামে এক লোক চাদাঁবাজির মামলা দায়ের করেন। বর্তমানে সে কারাভোগে রয়েছেন।