সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর-কাশিপুর দিঘলী পট্টি গ্রামের রাস্তা নির্মানের গাফলতির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদকে একাধিকবার জানানোর পরও তিনি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেনা বলে জানিয়েছে স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, আশেপাশে বিভিন্ন সড়ক নির্মান করা হলেও বিল্লাল জামে মসজিদের পশ্চিম ও দক্ষিনে সুন্দর আলীর বাড়ির পাশে সড়ক না থাকায় চলাচলের জন্য স্থানীয় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরু এই সড়কটি শেষ হয়েছে খলিল মোল্লার সামনে গিয়ে।
স্থানীয় বাসিন্দা খলিল মোল্লা বলেন, পাশের জমিটি মেম্বার সাহেবেরা বিক্রি করেছেনে এবং আশেপাশের অনেক রাস্তা নির্মান করেছেন। কিন্তু আমরা অনেকবার জানিয়েছি তারপরও তিনি রাস্তাটা নির্মাণ করছেন না।
অপর আরেক বৃদ্ধা বলেন, রাস্তা না থাকায় মানুষের গালমন্ধ শুনেও তাদের বাড়ির উপর দিয়ে যেতে হচ্ছে। মৃত্যুর আগে কি সড়কটির মেরামত দেখে যেতে পারবো কি না জানিনা।
কেন সড়টি নির্মান করছেন জানতে চাইলে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শামীম বলেন, রাস্তাটির বিষয় আমাকে কেউ জানায়নি। যেহেতু অনেক গুলো পরিবার এই দিঘলী পট্ট্রি গ্রামে থাকে তাই খোঁজ নিয়ে দ্রত সময়ের মধ্যে সড়কটি নির্মাণ করে দেয়া হবে।
এ বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লা বাদল জানান, দিঘলী পট্টি এলাকার অনেক রাস্তা নির্মাণ করা হয়েছে। যে রাস্তা বাকি আছে তা সময় মত করা হবে। আমি আজকেও সেখানে গিয়েছি ।