আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিদস্যু সন্ত্রাসী দৌলত মেম্বার ২ দিনের রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট : গোগনগর এলাকার চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান আসামী আওয়ামীলীগ নেতা ভূমিদস্যু সন্ত্রাসী দৌলত মেম্বারকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (৫ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দৌলত মেম্বারের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে সদর মডেল থানার পুলিশ। পরে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন। আসামী দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো: হাবিবুর রহমান ২ দিনের রিমান্ডের বিষটি নিশ্চিত করেন।
জানাগেছে, দৌলত মেম্বার একজন চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। একটি হত্যা, ৪টি চাঁদাবাজি ও তিনটি মাদক আইনের।

প্রসঙ্গত, ২৬ মার্চ লেবার সরদার এর কাছ থেকে দুই লক্ষ্য টাকা চাদাঁ দাবি করে দৌলত মেম্বার। চাদাঁ না দেওয়ায় তাকে মেরে ফেলারও হুমকি প্রদর্শন করে। পরে মেরে ফেলার উদ্দেশ্যে লেবার সর্দারকে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে সৈয়দপুর সুমাইয়া বিকারীর ভিতরে তুলে নিয়ে যায়। সেখানে চাদাঁ দিতে অস্বীকার করলে লোহার রড দিয়ে তাকে গুরুতর রক্তাক্তা জখম করে। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে তার সাথে থাকা দশ হাজার টাকা ও একটি মোবাইল সেট হাতিয়ে নিয়ে আসামীরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসির ডাকে পুলিশ লেবার সরদারকে উদ্ধার করে। এ ঘটনায় লেবার সরদার বাদী হয়ে দৌলত মেম্বারসহ আরো দুএক জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় গত ১ মে রাতে উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে দৌলত মেম্বারকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।