আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মার্কিনিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জুবাইদা

অনলাইন রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ মেরি জোবাইদা। দেশটির অঙ্গরাজ্য সরকারের অ্যাসেম্বলি-ওম্যান পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান। তার প্রতিদ্বন্দ্বী মার্কিন নাগরিক ক্যাথরিন নোলেন। তিনি নিউইয়র্কের পশ্চিম কুইন্স থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছেন। মেরি জোবাইদা তার প্রার্থিতার মাধ্যমে ক্যাথরিন নোলানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

২০২০ সালে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে বিজয়ী হলে মেরি জোবাইদা যাবেন নিউইয়র্কের রাজধানী আলবেনির প্রতিনিধি সভায়। প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্ক’র ডিস্ট্রিক্ট-৩৭ এর।

নিউ ইয়র্কের কমিউনিটিভিত্তিক সংবাদমাধ্যম কিউএনএস এ তথ্য জানিয়েছে।