আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৮ মোটরসাইকেল চালককে অর্থদন্ড ভ্রাম্যমান আদালতের

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আটটি মটরসাইকেল চালককে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলার রূপসী বাস ষ্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় নম্বরবিহীন মটরসাইকেল বেড়ে গেছে। ড্রাইভিং লাইসেন্সও নেই। এরই ধারাবাহিকতায় রূপসী এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসায়। সেখানে নম্বরবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় আটটি মোটরসাইকেল চালককে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।