আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এরশাদের অফিসে টাকা চুরি’

নিজস্ব প্রতিবেদক:

বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর অফিস থেকে ‘তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি’ হয়েছে।

সোমবার রাতের কোনও এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানান, অফিসের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেয়া হয়েছে।

তিনি জানান, অফিসের স্টাফদের বেতন দেয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ জানান, চারজন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ব্যক্তিগত সম্পদ লুট এবং সই জাল হওয়ার আশঙ্কায় ২৫ এপ্রিল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে থানায় জিডি করেন এরশাদ। কেউ যেন অপরাধ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পর্যাপ্ত নিরাপত্তা চান তিনি।