নিজস্ব প্রতিবেদকঃ
অনেক চেষ্টার ফল এবার হারিয়ে বসলেন বিরাট কোহলী বাহিনী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টানা দুই ম্যাচ জিতে এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের নিন্মস্তর থেকে সাত নম্বরে উঠেছিল বিরাট কোহলির দল । কিন্তু আজ আবারও নিন্মস্তরে ঠেলে দিয়েছে রাজস্থান।
আজ বিরাট কোহলিদের সামনে সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ আর কাজে লাগাতে পারলো না।রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ১৬ রানে হারিয়ে দিয়েছে রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে বেঙ্গালোরের সামনে ১৮৭ রানের টার্গেট দাড় করে দিল্লি । কিন্তু ২০ ওভার ব্যাট করে সে রান তুলতে ব্যর্থ হয় বিরাট বাহিনী। ৭ উইকেট হারিয়ে বেঙ্গালোর করে ১৭১ রান।
সে সঙ্গে চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে প্রথমবারেরমত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো দিল্লির দলটি। ১২ ম্যাচে ৮টি করে জয় নিয়ে দিল্লি এবং চেন্নাই দুই দলেরই পয়েন্ট সমান ১৬ করে। তবে রান রেটে এগিয়ে থেকে দিল্লিই রয়েছে শীর্ষে।
ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শুরুটা বেশ ভালই করেছিলেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী এবং শিখর ধাওয়ান। পৃথ্বী আউট হতেই ম্যাচের তাল কিছুটা কেটে যায়। ৩৭ বলে ৫০ রান করে চাহলের বলে আউট হয়ে যান শিখর এবং ৩৭ বলেই ৫২ রান করে শ্রেয়াস আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দরের বলে। শিখর ধাওয়ান চার মারেন ৫টি এবং ছক্কা হাঁকান দুটি। অন্যদিকে শ্রেয়াস আইয়ার চার মারেন ২টি এবং ছয় মারেন ৩টি। ঋষভ পন্থ এদিন রান পাননি। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হয় তাঁকে। এ ছাড়া দিল্লির সার্ফেন রুথেনফর্ড কেবল ১৩ বলে ২৮ রান করেন। ছয় মারেন ৩টি। আর এঁদের ব্যাটে ভর করেই দিল্লি বেঙ্গালোরের সামনে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের টার্গেট দাড় করে। বেঙ্গালোরের হয়ে যুজবেন্দ্র চাহল দুটি উইকেট তুলে নেন। যুজবেন্দ্র ছাড়া উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, নবদ্বীপ সাইনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে নেন।
অন্যদিকে বেঙ্গালোরের হয়ে প্রথমেই ধামাকা শুরু করে দিয়েছিলেন পার্থিব পটেল। তবে ৩৯ রান করে রাবাডার বলে আউট হয়ে যান তিনি। ক্যাপ্টেন কোহলিও এদিন বেশি রান করতে পারেননি। ২৩ রানে আউট হয়ে যান বিরাট। এ বি ডি’ভিলিয়ার্স করেন মাত্র ১৭ রান। আর তার পরেই একের পর এক উইকেট খোয়াতে থাকে বিরাট বাহিনী। শিবম দুবে ২৪ রান করে ফিরে যান। হেনরিক ক্লাসেন মাত্র ৩ রান করে আউট হয়ে যান। গুরকীরত সিং মান কিছুটা খেললেও তাঁকে আউট করে দেন ইশান্ত শর্মা। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মার্কাস স্টোয়নিস। ২৪ বলে ৩২ রান করেন তিনি। অপরাজিতও থেকে যান। কিন্তু ততক্ষণে ২০ ওভার হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরুর ইনিংস থেমে যায় ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে। দিল্লির হয়ে রাবাডা এবং অমিত মিশ্র দুটি করে উইকেট নেন। ম্যাচ শেষে সেরার পুরস্কার জিতে নেন শিখর ধাওয়ান।