আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজের প্লেট ফুটো করলেন সুফিয়ান

সংবাদচর্চা রিপোর্ট : প্রবাদে আছে যে প্লেটে খাই, সেই প্লেট ফুটা করতে নেই। কিন্তু এমনটাই করেছেন সরকার দলীয় নেতা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান। যার একটি বক্তব্যের বিরোধিতা করেছেন খোদ দলীয় নেতাকর্মী। সমালচনার ঝড়ও বইছে নিজ দলের মধ্যে।
ঘটনাসূত্রে প্রকাশ, ২৭ এপ্রিল বন্দরের জিওধারা এলাকায় আসন্ন বন্দর উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেছিলেন ‘ রাতের অন্ধকারে সিল মেরে আমি বিজয়ী হতে চাই না’যা এদিন অনলাইন এবং পরদিন প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়। শুরু হয় নিজেদের মাঝে সমালোচনা।
সরকার দলীয় লোক হয়ে এমন মন্তব্য সরকারে বিপক্ষে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশ্নের সম্মুখীনে দাড় করিয়েছেন। তবে কি যারাই নির্বাচিত হয়েছেন তারা রাতের অন্ধকারে সিল মেরেই বিজয়ী হয়েছেন?
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সুফিয়ানকে নমিনেশন দিলো কে? সরকার দলীয় লোক হয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি। আমরা জনগনের রায় নিয়েই নির্বাচিত হয়েছি।
তবে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের এমন বক্তব্যকে সঠিক দাবি করে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান সরকার জনগনের ভোটের অধিকার নষ্ট করেছে। রাতের আধারে ব্যালটবাক্স ভরে রাখছে। জনগণ এমন নির্বাচন চায়নি যেমনটা একাদশ জাতীয় নির্বাচনে হয়েছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল বন্দরের জিওধারা এলাকায় আসন্ন বন্দর উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেছিলেন রাতের অন্ধকারে সিল মেরে আমি বিজয়ী হতে চাই না। যদি আপনারা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তাহলেই আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। অর্থ আর প্রাচুর্য আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট।’