আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাশকতা মামলায় হাজিরা দিলেন হাজী সেলিম

সংবাদচর্চা রির্পোট

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন  কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হক সহ নেতাকর্মীরা । রবিবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালতে হাজিরা দেন তারা। মামলা নং ২৪(১০)১৭ ।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী এড. আব্দুর রহিম জানান, ২০১৭ সালে সোনারগাঁ থানার একটি নাশকতা মামলায় কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হক সহ মোট ৯৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই নাশকতা মামলার হাজিরা দিয়েছেন তারা।

এ সময়ে হাজিরা দিয়েছেন, বিএনপি নেতা মোঃ শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত মোল্লা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লা, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ আশ্রাফ মোল্লা, সদস্য আমজাদ হোসেন, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন প্রমুখ।