আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের আড়াইহাজারে পুলিশ কে গণধোলাই!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফের ৪ পুলিশ সদস্য কে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। শুধুই নয় পুলিশ কে আটক করেছে কয়েক ঘন্টা।  শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে , ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় আড়াইহাজার থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের নেতৃত্বে সাদা পোশাকে ৪ পুলিশ সদস্য ওই এলাকার আমানউল্লাহ নামে এক ব্যক্তির একটি পিকআপ জোর করে নিয়ে আসতে চায়। স্থানীয় লোকের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়।

এলাকাবাসী জানায় , খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য গিয়ে আটককৃত পুলিশ সদস্যদের উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ওসি স্থানীয় চেয়ারম্যান লাক মিয়া ও ৪নং ওয়ার্ড সদস্য খোকা মেম্বারের সহযোগিতায় পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

আহত টিপু মিয়ার অভিযোগ, পুলিশকে কারণ জিজ্ঞাসা করতেই তারা তাকে পেটাতে থাকে।

ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া জানান, পুলিশ নির্দোষ টিপুকে বেদম পিটানোর কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হয় এবং তাদের আটকে রাখে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘পিকআপ ভ্যান নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।’ তবে পুলিশকে গণধোলাইয়ের কথা অস্বীকার করেন।