আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব পৌর সভায় কোন জনদুর্ভোগ থাকবে না : হাছিনা

নবকুমার:

তারাব পৌর সভায় কোন প্রকার জনদুর্ভোগ থাকবে না বলে জানিয়েছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।

তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে তারাব পৌর সভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নির্মান হয়েছে নতুন রাস্তা ঘাট ।পানি গ্যাস বিদ্যু’তের কোন সমস্যা নেই। দূর হয়েছে জলাবদ্ধতা ।

শ‌নিবার (২৭ এ‌প্রিল) বি‌কে‌লে রূপগঞ্জ উপ‌জেলার ‌বরপা এলাকায় আনন্দ পল্লী পার্ক মাঠে তারাব পৌর কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির উ‌দ্যো‌গে বৃ‌ত্তিপ্রাপ্ত কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধণা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন,  যে সমস্ত কাজ বাকী আছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। যতক্ষণ বেচে আছি ততক্ষণ পর্যন্ত তারাব পৌরবাসির সেবা করে যাবে। কোন জঙ্গি মাদক সন্ত্রাসীর স্থান তারাব পৌর সভার মাটিতে হবে না।

তিনি তারাব পৌর বাসির উদ্দেশে বলেন, আপনারা সজাগ থাকবেন এবং ছেলে মেয়েদের দিকে নজর রাখবেন। অপরিচিত অস্বাভাবিক কিছু দেখলে প্রশাসন কে খবর দেবেন। মাদক জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাড়াবেন।

হাছিনা গাজী বলেন , বিএনপির মেয়র তারাব পৌর সভায় ৫ কোটি টাকা ঋণ রেখে গেছিলো সে ঋণ পরিশোধ করেছি। তারাব পৌর সভায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর কন্যার  নেতৃত্বে শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে। শিক্ষার মানবৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস পেয়েছে। উপবৃত্তি দেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, তারা‌ব পৌর কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সভাপ‌তি আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ হা‌নিফ সাউদ , রূপগঞ্জ উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয়ের শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুর র‌হিম, উপ‌জেলা কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সাধারন সম্পাদক মনিরুল হক ভুঁইয়া, তারা‌ব  পৌর কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সাধারন সম্পাদক এম এ হান্নান সবুজ সহ অনেকে।