আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের দশম সম্মেলন অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ এপ্রিল)   রাজধানীর বি এম এ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সন্তান ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের কার্যকরী সভাপতি কাউছার আহমেদ পলাশ।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি রায় রামেশ চন্দ্র ।

এছাড়া অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির গুরুত্ব তুলে ধরে বিশেষ বক্তব্য রাখেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ।