আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পৃথিবীতে ৫০ টি মৌলবাদি সংগঠন বোমা মেরে মানুষ হত্যা করছে

নিজস্ব প্রতিবেদক:

যারা বিদ্বেশ পূণ ভাবে বোমা মেরে মানুষ হত্যা করছে তারা ধর্মের ক্ষতি করছে। এ ভাবে মানুষ হত্যা করা মহাপাপ।

শনিবার নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রফেসর আ ব ম ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, সারা পৃথিবীতে প্রায় ৫০ টির বেশী এসব মৌলবাদি সংগঠন আছে যারা মানুষকে বিদ্বেশপূর্ণ ভাবে মসজিদ  স্কুল, র্গীজাসহ বিভিন্ন জায়গায় বোমা মেরে মানুষ হত্যা করছে। এই পথ পরিহার করে সু পথে ফিরে আসার আহবান জানান তিনি। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে শনিবার সকালে শহরের জেলা গনগ্রন্থগারে সেমিনার হলে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামের্সী বিভাগের সাবেক ডিন প্রফেসর ড, আ ব ম ফরুক , প্রফেসর ড. আশফাক হোসেন, বঙ্গবন্ধুৃ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ডা: শেখ আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন ভূইয়া , মো: মতিউর রহমান লাল্টুসহ অনেকে।